• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রেলপথ নির্মাণে চুক্তি

ইশ্বরদী থেকে  বিদ্যুৎ কেন্দ্রটি পর্যন্ত রেলপথ নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে

ছবি সংরক্ষিত

বাণিজ্য

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রেলপথ নির্মাণে চুক্তি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন রেলপথ। ইশ্বরদী থেকে  বিদ্যুৎ কেন্দ্রটি পর্যন্ত রেলপথ নির্মাণে আজ মঙ্গলবার ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।

ভারতের জিপিটি এবং বাংলাদেশের এসইএল ও সিসিসিএল অংশীদারিত্বের ভিত্তিতে (জয়েন্ট ভেঞ্চার) প্রকল্পটি বাস্তবায়ন করবে। ঈশ্বরদী বাইপাস টেক অফ পয়েন্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণে ব্যয় হবে ২৯৭ কোটি ৫৫ লাখ টাকা।

মঙ্গলবার রেলভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মো. মজিবর রহমান এবং ঠিকাদার কোম্পানির পক্ষে শুভাষ চন্দ্র হাওলাদার চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, জিপিটি-এসইএল-সিসিসিএল জিভি আগামী ১৮ মাসের মধ্যে এ কাজ শেষ করবে।

রেলমন্ত্রী মো. মুজিবুল হক অনুষ্ঠানে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের মালামাল ও যন্ত্রপাতি পৌঁছাতে এ রেললাইন নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ২২ দশমিক শূন্য ২ কিলোমিটার নতুনভাবে রেলপথ নির্মাণ (মেইন লাইন) করা হবে। এছাড়াও সাড়ে ৪ কিলোমিটার লুপ লাইন, একটি বি শ্রেণির রেলওয়ে স্টেশন, সাতটি কালভার্ট, ১৩টি লেভেল ক্রসিং ছাড়াও গেট ও একটি প্লাটফর্ম নির্মাণ করা হবে।  এর সঙ্গে থাকবে সিগন্যালিং ব্যবস্থাও।

চুক্তি সই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন সিসিসিএলেল সিইও কাজী নাবীল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads